সুপ্রিম কোর্টে বড় ধাক্কা জাস্টিস যশবন্ত বর্মার! সংসদীয় কমিটির তদন্ত বহাল, পদ খোয়ানোর পথে বিচারপতি?

নগদ কেলেঙ্কারি (Cash Scandal) মামলায় অভিযুক্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার শেষ রক্ষাও হলো না। লোকসভার স্পিকার ওম বিড়লার গঠিত তদন্ত কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আজ শীর্ষ আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে জাস্টিস বর্মাকে পদ থেকে অপসারণের (Impeachment) প্রক্রিয়া চালিয়ে যেতে আর কোনো বাধা রইল না।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে, লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান—উভয় পক্ষ থেকে প্রস্তাব পাশ না হওয়ায় যৌথ কমিটি গঠন সম্ভব ছিল না। জাস্টিস বর্মা অভিযোগ করেছিলেন যে, ১৯৬৮ সালের বিচারক (তদন্ত) আইন বা Judges (Inquiry) Act মেনে রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা না করেই এই কমিটি গড়া হয়েছে। তবে আদালত আজ সেই যুক্তি খারিজ করে তদন্তের পথ পরিষ্কার করে দিয়েছে।

এর আগের শুনানিতে আদালত জাস্টিস বর্মাকে ১২ জানুয়ারি তদন্ত কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। বিচারপতি বর্মার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর থেকেই উত্তাল হয়ে ওঠে বিচার বিভাগ। লোকসভার স্পিকার তিন সদস্যের যে প্যানেল গঠন করেছিলেন, তা এখন পূর্ণ গতিতে তদন্ত চালিয়ে যেতে পারবে। সংসদীয় কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হলে তাঁকে পদ থেকে সরানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।