“বাংলা এখন সিন্ডিকেটের স্বর্গরাজ্য!” শমিকের নিশানায় তৃণমূল, তোলপাড় রাজ্য রাজনীতি

খড়দহে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমিক ভট্টাচার্য। সোমবারের এই জনসভা থেকে তিনি রাজ্যের শিল্প পরিস্থিতি এবং নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানান। শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে বর্তমানে শিল্পের পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং কর্মসংস্থানের নামে যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।

শিল্প প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “এই সরকার বাংলায় বড় শিল্পের বদলে চপ শিল্প আর তেলেভাজার বিপণন বাড়িয়েছে। সিন্ডিকেট রাজ আর তোলাবাজির দাপটে বাইরের কোনো সংস্থা এখানে টাকা লগ্নি করতে সাহস পাচ্ছে না।” নিয়োগ দুর্নীতি নিয়েও শমিকের আক্রমণ ছিল অত্যন্ত শাণিত। তিনি দাবি করেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে তৃণমূলের নেতারা নিজেদের পকেট ভরেছেন, যার ফলে আজ হাজার হাজার চাকরিপ্রার্থী রাস্তায় বসে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। আগামী নির্বাচনে বাংলার মানুষ এই দুর্নীতির যোগ্য জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।