WhatsApp-এ বিল্ট-ইন অনুবাদ ফিচার ব্যবহার করবেন যেভাবে, শিখেনিন পদ্ধতি

মেসেজিংয়ের অভিজ্ঞতা বদলে দিতে হোয়াটসঅ্যাপ নিয়ে এল এক দুর্দান্ত ইন-বিল্ট অনুবাদ ফিচার। এখন থেকে কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই চ্যাটের ভেতরে সরাসরি মেসেজ অনুবাদ করা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। বিশেষ করে যারা বিদেশে ভ্রমণ করেন বা আন্তর্জাতিক ব্যবসা করেন, তাদের জন্য এই ফিচারটি আশীর্বাদের মতো।

এই ফিচার ব্যবহার করা অত্যন্ত সহজ। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করে নিন। কোনো নির্দিষ্ট মেসেজ অনুবাদ করতে চাইলে সেটির ওপর ‘লং-প্রেস’ করে থ্রি-ডট মেনু থেকে ‘ট্রান্সলেট’ অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাটের জন্য ‘অটো-ট্রান্সলেশন’ মোড চালু করতে পারেন। এর জন্য সেটিংস থেকে চ্যাট অপশনে গিয়ে ট্রান্সলেশন ফিচারে ভাষা পছন্দ করে দিলেই কেল্লাফতে!

বর্তমানে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জার্মান এবং হিন্দির মতো জনপ্রিয় ভাষাগুলো সাপোর্ট করছে এই ফিচার। তবে অঞ্চলভেদে ভাষার তালিকায় কিছুটা পরিবর্তন থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে যোগাযোগের ভাষাগত ব্যবধান অনেকটাই ঘুচে যাবে।