“আজ চুপ থাকলে চিরতরে হারাবেন অধিকার”,-ভোটার লিস্ট’ নিয়ে বিস্ফোরক আম আদমি পার্টি

সোমবার আম আদমি পার্টির ‘ভোট বাঁচাও, সংবিধান বাঁচাও’ পদযাত্রার দ্বিতীয় দিনে জনসমর্থনের জোয়ার দেখা গেল উত্তরপ্রদেশে। আপ সাংসদ সঞ্জয় সিংয়ের নেতৃত্বে রামপুরের আম্বেদকর পার্ক থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি মোরাদাবাদে প্রবেশ করতেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। পদযাত্রাটি যেখানেই যাচ্ছে, সেখানেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে।

সঞ্জয় সিং অভিযোগ করেছেন যে, আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার নীল নকশা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “ভোটদান কেবল অধিকার নয়, এটি জনগণের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে দুর্বল করতে এসআইআর (SIR)-কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।” আপ সাংসদের দাবি, এই লড়াই কেবল একটি নির্বাচনের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের ভোটাধিকার রক্ষার লড়াই। আজ যদি রুখে না দাঁড়ানো হয়, তবে জনগণের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিজেপি সরকার বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং কৃষকদের সমস্যার মতো মূল ইস্যু থেকে নজর ঘোরাতে ঘৃণা ও ভয়ের রাজনীতি করছে। আম আদমি পার্টি প্রতিটি গ্রামে এবং পাড়ায় গিয়ে এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সোমবার রাতে মোরাদাবাদের দলপতপুরে এই পদযাত্রাটি বিরতি নেয়, যেখানে কয়েকশ যুবক ও মহিলা এই আন্দোলনে শামিল হন।