ঘাটালে কালভার্টের নিচে ভাসছে কৃষকের দেহ! খুন না দুর্ঘটনা? রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য
December 22, 2025

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার নিজ মনশুকায় একটি কালভার্টের নিচে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা কালভার্টের নিচের জলে একটি দেহ ভাসতে দেখেন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নারায়ণ হাজরা। তিনি ঘাটাল এলাকার রামচকের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হলো এবং দেহটি কালভার্টের নিচে পৌঁছালো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মৃতের স্বজনরা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।