শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির পাশে দুষ্কৃতী তাণ্ডব! চাঁদা না দেওয়ায় মোমোর দোকানে ঢুকে দুই ভাইকে মারধর ও প্রাণনাশের হুমকি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র একদম পাশেই বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীদের তাণ্ডব চলল। অভিযোগ, নেশাগ্রস্ত স্থানীয় কয়েকজন যুবক আচমকাই একটি মোমোর দোকানে ঢুকে দুই ভাইকে বেধড়ক মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনায় গুরুতর আহত হন দুই ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুষ্কৃতীরা প্রথমে দোকানে বসার চেয়ার-টেবিল সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। অভিযোগ, অন্য একটি মেলায় চাঁদা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয়। অভিযুক্তরা দুই ভাইকে ব্যবসা করতে না দেওয়ার ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এরপর দুই ভাই প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও খারাপ হয়। দুষ্কৃতীরা তাদের টেনে হিঁচড়ে দোকানের বাইরে নিয়ে এসে কিল-চড়-লাথি মারা শুরু করে। অভিযোগ, তাঁদের জামা-প্যান্ট ছিঁড়ে ফেলা হয়।

অমর্ত্য সেনের বাড়ির মতো গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি এমন ঘটনা ঘটায় এলাকায় নিরাপত্তা এবং দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।