ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ! ট্রলার-সহ ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবী আটক, ফ্রেজারগঞ্জ বন্দরে আনা হল ধৃতদের

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে ট্রলার-সহ ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। ভারতীয় জলসীমার অভ্যন্তরে ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেই উপকূলরক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং তাদের আটক করে।
আটক হওয়া ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে।
মামলা রুজু ও আইনি পদক্ষেপ
বর্তমানে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে ধৃতদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ধৃত ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য আরোহনের মামলা রুজু করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
বারবার জলসীমা লঙ্ঘনে উদ্বেগ
গত কয়েকমাসে ভারতীয় জলসীমা লঙ্ঘনের এই ধরণের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা মহলে উদ্বেগ বেড়েছে। কর্তৃপক্ষ এই ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বর মাসেও একই অভিযোগে ৪টি বাংলাদেশি ট্রলার-সহ ১০৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। সেই ১০৭ জন মৎস্যজীবী বর্তমানে ভারতীয় জেলে বন্দী রয়েছে।
ভারতীয় জলসীমা কেন বারবার লঙ্ঘিত হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন আরও সতর্ক অবস্থানে রয়েছে।