সেরা ১০-এ জি বাংলার জয়জয়কার! ফুলকি-চিরদিনইকে টপকে বেঙ্গল টপার কে? দেখুন চলতি সপ্তাহের পূর্ণাঙ্গ তালিকা

বৃহস্পতিবার মানেই ছোট পর্দার রিপোর্ট কার্ড প্রকাশের দিন। কোন বাংলা সিরিয়াল গত সপ্তাহে দর্শক টানতে পারল আর কার স্কোর কমল, তা জানতে আগ্রহী থাকেন দর্শকরা। প্রতি সপ্তাহের মতো আজও সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি (TRP) তালিকা, আর এই সপ্তাহের ফলাফল দেখে চমকে যেতে পারেন অনেকেই! পুজোর পর থেকে বাংলা সিরিয়ালগুলির সামগ্রিক রেটিং কমলেও, এই সপ্তাহেও তালিকার শীর্ষস্থানে দেখা গেল বিরাট রদবদল।কে হলো বেঙ্গল টপার?দীর্ঘদিন পর ফের একবার বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল জি বাংলার জনপ্রিয় মেগা ‘পরিণীতা’। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই সপ্তাহে ‘পরিণীতা’-র প্রাপ্ত নম্বর ৬.৯, যা এটিকে প্রথম স্থানে পৌঁছে দিয়েছে।অন্যদিকে, ৬.৬ রেটিং স্কোর করে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘চিরদিনই তুমি যে আমার’। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’, যার প্রাপ্ত রেটিং ৬.৫। এক কথায়, এই সপ্তাহে জি বাংলার সিরিয়ালগুলির জয়জয়কার দেখা গেল টিআরপি তালিকায়।চলুন, আর দেরি না করে একনজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা ১০ সিরিয়ালের তালিকা:স্থানসিরিয়ালের নামপ্রাপ্ত রেটিংবেঙ্গল টপারপরিণীতা৬.৯দ্বিতীয়চিরদিনই তুমি যে আমার৬.৬তৃতীয়ফুলকি৬.৫চতুর্থজগদ্ধাত্রী৬.৩চতুর্থপরশুরাম৬.৩পঞ্চমরাঙ্গামতি তীরন্দাজ৬.১ষষ্ঠআমাদের দাদামণি৬.০সপ্তমও মোর দরদিয়া৫.৮সপ্তমরাজরাজেশ্বরী রাণী ভবানী৫.৮অষ্টমজোয়ার ভাঁটা৫.৭নবমতুই আমার হিরো৫.১দশমচিরসখা৪.৯