‘সরাসরি দায়ী মুখ্যমন্ত্রী!’ বিজেপি সাংসদের মাথা ফাটার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন সম্বিত পাত্র!

ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ হামলার শিকার হওয়ার ঘটনায় এবার তীব্র প্রতিক্রিয়া জানালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছেন দলের শীর্ষ নেতারা।

দিল্লিতে এই ঘটনা নিয়ে সরব হন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি এই হামলাকে অত্যন্ত গুরুতর বলে আখ্যায়িত করে প্রশ্ন তোলেন, “এটা কি সুরাবর্দীর বাংলা?” তাঁর এই মন্তব্য রাজ্যের আইনশৃঙ্খলা এবং শাসক দলের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, রাজ্যের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীই এই ধরনের রাজনৈতিক হামলার জন্য দায়ী। তিনি প্রশ্ন তোলেন, গণতন্ত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের কেন এভাবে আক্রান্ত হতে হচ্ছে?

কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুর্যোগের সময়ও তৃণমূল যে সন্ত্রাসের রাজনীতি থেকে বিরত হচ্ছে না, এই ঘটনাই তার প্রমাণ। গোটা ঘটনাকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবেই দেখছে বিজেপি।

Saheli Saha
  • Saheli Saha