“বাংলায় আগুন জ্বলবে”-সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ঘিরে অর্জুন সিংয়ের কড়া হুঁশিয়ারি

সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা এবং তার ‘অপারেশন সিঁদুর’ থিম ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। রবিবার এই বিতর্কে বিজেপি নেতা অর্জুন সিং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ওই পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে।” তিনি সজল ঘোষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
চলতি বছর এই পুজোর থিম করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যেখানে পহেলগাঁও হামলা থেকে শুরু করে ভারতীয় সেনার অভিযানের ছবি তুলে ধরা হয়েছে মণ্ডপে। এই থিম নিয়েই উত্তাল রাজনীতি চলছে। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “এখানে সিঁদুর মানে মা-বোনদের সম্মানের প্রতীক। সেই লড়াইয়ের বার্তাই এই থিমে ধরা হয়েছে। অথচ এখন সিঁদুর নিয়েও রাজনীতি চলছে। সজল ঘোষ বুক চিতিয়ে পুজো করুন। হাজার হাজার মানুষ আপনাদের সঙ্গে রয়েছে।”
সজল ঘোষের মূল অভিযোগ:
বিজেপি নেতা সজল ঘোষের অভিযোগ, সাধারণ মানুষ যাতে মণ্ডপে সহজে পৌঁছতে না পারেন, তার জন্য নানা জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। তাঁর দাবি, ৪০ ফুট চওড়া রাস্তায় গার্ডরেল দিয়ে পথ সংকুচিত করে মাত্র ১৫ ফুট করা হয়েছে। ফলে যেখানে ৭০০ মিটার হাঁটলেই মাঠে পৌঁছনো যায়, সেখানে দর্শনার্থীদের ঘুরপথে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার যেতে হচ্ছে।
এর আগে মুচিপাড়া থানা মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছিল। মণ্ডপের ভেতর ও বাইরে পর্যাপ্ত জায়গা রাখা, লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ রাখা, হকার ও বিজ্ঞাপনের গেট নিষিদ্ধ করা, সিসি ক্যামেরা বসানো এবং ভলান্টিয়ার মোতায়েনের মতো একাধিক শর্ত দেওয়া হয়েছে। সজল ঘোষ অভিযোগ করেছিলেন, “এভাবে পুলিশি জুলুম চলতে থাকলে পুজো চালানোই কঠিন হয়ে যাবে।”
প্রসঙ্গত, চতুর্থীর দিনও সজল ঘোষ দাবি করেছিলেন যে ইচ্ছে করেই এমনভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে, যাতে মানুষ মণ্ডপে ঢুকতে না পারেন। তবে পুলিশের পাল্টা বক্তব্য, দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। এই পুজোটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এসে উদ্বোধন করেছেন। ফলে ‘অপারেশন সিঁদুর’ থিম নিয়ে মানুষের উচ্ছ্বাস তুঙ্গে থাকলেও, বিজেপি নেতার এই হুঁশিয়ারিতে বিতর্ক আরও উসকে উঠল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।