মোদীর সঙ্গে কেন ‘বিশ্বাসঘাতকতা’? ট্রাম্পের মুখের আদলে তৈরী অসুর, ভিড় দর্শনার্থীদের

এবারের দুর্গাপূজায় এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি কোনও অতিথি নন, খোদ মহিষাসুর রূপে আবির্ভূত হয়েছেন! ব্লন্ড চুল এবং ফর্সা গায়ের রঙের এই ট্রাম্প-রূপী অসুরের ছবি সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন—কোথায় গেলে এই মূর্তি দেখা যাবে?
মুর্শিদাবাদের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের ৫৯তম বছরে এই বিরাট চমকটি এনেছে। শিল্পী অসীম পাল ডোনাল্ড ট্রাম্পের আদলে মহিষাসুরের মূর্তি তৈরি করে রাতারাতি শিরোনামে উঠে এসেছেন। শয়ে শয়ে দর্শনার্থী এই অভিনব অসুরকে দেখতে মুর্শিদাবাদের এই মণ্ডপে ভিড় করছেন।
পুজো কমিটির উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবেই তাঁকে মহিষাসুরের রূপে তুলে ধরা হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু এবং যোগ্য বৈদেশিক অংশীদার মনে করেছিলেন। কিন্তু ট্রাম্পের কিছু কাজ ভারতে নেতিবাচক প্রভাব ফেলেছে।” তাঁদের অভিযোগ, “ট্রাম্প আমাদের ওপর ৫০% শুল্ক চাপিয়েছেন। মোদীর সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই ওকে অসুর রূপে তৈরি করেছি।” তাঁদের মতে, এখন মানুষ ট্রাম্পকে ‘পিছন থেকে ছুরি মারা’ অসুর রূপেই দেখছে।
তবে এই প্রথম নয়, এর আগেও ভারতে ট্রাম্পের মূর্তি স্থাপন করা হয়েছে। ২০১৮ সালে তেলেঙ্গানার এক কৃষক, বুসা কৃষ্ণা, ট্রাম্পের ৬ ফুটের মূর্তি তৈরি করে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর বিশ্বাস ছিল, ট্রাম্পের পুজো করলে তাঁর জীবনে ও সংসারে সমৃদ্ধি আসবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। ২০২০ সালে কৃষ্ণার মৃত্যু হলেও তেলেঙ্গানার সেই গ্রামে আজও ট্রাম্পের মন্দিরটি বিদ্যমান।