‘প্রতিদিন লাশ আর লাশ, বাংলাদেশে আর আইনের শাসন নেই’, দেশ ছাড়ার এক বছর পর মুখ খুললেন শেখ হাসিনা

দেশ ছাড়ার এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি একটি অডিও বার্তায় তিনি পদ্মাপারের দেশের বর্তমান অবস্থা দেখে নিজের গভীর বেদনা প্রকাশ করেছেন এবং দেশকে রক্ষা করার জন্য সবার কাছে আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেছেন।
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তাঁর অডিও বার্তায় বলেন, “সবার কাছে আহ্বান জানাই, বাংলাদেশকে রক্ষা করুন। আমি আছি আপনাদের সঙ্গে। আমার তো হারাবার কিছু নেই। ঘর-বাড়ি যা ছিল, সব লুটপাট হয়ে গিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙেছে।” অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জোরদার করার চেষ্টার কঠোর সমালোচনা করে হাসিনা বলেন, “মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস করে দিয়েছে। বিজয়ের ইতিহাস বিকৃত করা হয়েছে। পরাজিতদের পদলেহন করে যাচ্ছে। এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।”
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন বাতিল করার বিষয়েও শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “যে বাংলাদেশ ছিল বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল, আজ সেই বাংলাদেশ জঙ্গি-সন্ত্রাসীদের দেশ। প্রতিদিন লাশ আর লাশ।” তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করে হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে এবং বিচারকের সামনেই তাঁদের ওপর হামলা চালানো হচ্ছে। তার মতে, বাংলাদেশে এখন আর কোনো আইনের শাসন নেই এবং বিচার বিভাগ শেষ হয়ে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর এই অডিও বার্তা বর্তমানে বাংলাদেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।