লঞ্চ হল iPhone 17! আজ থেকেই শুরু প্রি-অর্ডার, কীভাবে কিনবেন নতুন আইফোন?

নিত্যনতুন প্রতারণার ফাঁদ পেতে রেখেছে সাইবার অপরাধীরা। এবার হোয়াট্সঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চলছে নতুন প্রতারণা। এই ফাঁদে পা দিয়ে মোটা টাকা খুইয়েছেন অনেকেই।

কীভাবে হচ্ছে এই প্রতারণা?
সাইবার অপরাধীরা অচেনা নম্বর থেকে হোয়াট্সঅ্যাপে ভিডিও কল করছে। ফোনের ওপারে কিছু অশ্লীল ভিডিও চলতে শুরু করে। যদি আপনি ভুল করেও সেই কল রিসিভ করেন, তবে আপনার ছবি বা ভিডিও রেকর্ড করে নেয় তারা। সেই রেকর্ড করা ভিডিও দিয়ে পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করা হয়। আপনার পরিবার বা বন্ধুদের কাছে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা দাবি করা হয়।

প্রতারণা থেকে বাঁচার উপায়
১. অচেনা নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ করবেন না।
২. হোয়াট্সঅ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনে কল সেটিংসে যান।
৩. সেখান থেকে ‘সাইলেন্স আননোন কলার’ অপশনটি চালু করে দিন।
৪. তাহলে অচেনা নম্বর থেকে আসা কল সাইলেন্ট হয়ে যাবে।
৫. যদি ভুল করে কল রিসিভ করেও ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে কল কেটে দিন।
৬. ভুলেও কাউকে টাকা দেবেন না। দ্রুত সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।

এই ধরনের প্রতারণার শিকার হলে আতঙ্কিত না হয়ে, দ্রুত পুলিশকে জানান। সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করেই এই ধরনের ফাঁদ থেকে নিজেকে এবং প্রিয়জনদের রক্ষা করা সম্ভব।