“জেলে যখন যেতেই হবে, তোকে মেরেই যাব”-স্ত্রীকে পিটিয়ে মেরে পলাতক স্বামী, খুঁজছে পুলিশ

‘জেলে যখন যেতেই হবে, তোকে মেরেই যাব’— মোবাইলে স্ত্রীকে খুনের হুমকি দিয়েছিলেন স্বামী। সেই হুমকি সত্যি করে পথের মাঝেই স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায়। মৃতের নাম মনজুরা খাতুন (২৮)। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রজব আলি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামের বাসিন্দা রজব আলির সঙ্গে মনজুরার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। মনজুরার পরিবারের অভিযোগ, রজব মাঝেমধ্যেই তাঁকে মারধর করত। দিন পনেরো আগে মনজুরা স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলাও দায়ের করেছিলেন।

এরপর রজব স্ত্রীকে ফোন করে মিটমাট করে নেওয়ার কথা বলে। মনজুরা শ্বশুরবাড়িতে ফিরে গেলেও সম্প্রতি পুলিশ রজবকে দেখা করতে বলেছিল। এতেই ক্ষিপ্ত হয়ে রজব রাতে মনজুরাকে ফোন করে হুমকি দেয় যে, জেলে যাওয়ার আগে সে তাঁকে খুন করবে।

ভয় পেয়ে মনজুরা তাঁর দুই সন্তান ও এক প্রতিবেশীকে নিয়ে মামার বাড়িতে যাচ্ছিলেন। পথে বিলাতপুর এলাকায় রজব তাঁকে ধরে ফেলে। সন্তানদের এক বন্ধুর কাছে পাঠিয়ে দিয়ে রজব মনজুরাপকে মারধর শুরু করে। মনজুরা পালানোর চেষ্টা করলে তাকে তাড়া করে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।

মনজুরার সঙ্গে থাকা ওই মহিলা তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দাদপুর থানার পুলিশ রজব আলির বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।