দুর্গাঠাকুর দেখতে আর কষ্ট করতে হবে না দিদা-দাদুদের! বয়স্কদের জন্য বিশেষ ‘প্রিভিউ শো’-এর আয়োজন

কলকাতার দুর্গাপূজা এখন আর শুধু একটি উৎসব নয়, বরং ইউনেস্কোর অমূর্ত ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর এটি এক আন্তর্জাতিক মহোৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর প্রায় তিন কোটিরও বেশি মানুষের ভিড় হয় প্রতিমা দর্শনের জন্য, কিন্তু এই ভিড়ের কারণে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ মানুষেরা ঠাকুর দেখার আনন্দ থেকে বঞ্চিত হন। এই সমস্যার সমাধানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মাস-আর্ট’ এক অভিনব উদ্যোগ নিয়েছে।
‘প্রিভিউ শো’ উদ্যোগ
এ বছর দুর্গাপূজার আগে, অর্থাৎ ১৮ থেকে ২২ সেপ্টেম্বর, মাস-আর্ট আয়োজন করছে একটি বিশেষ ‘প্রিভিউ শো’। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল—বয়স্ক ও অসুস্থ দর্শনার্থীদের জন্য দুর্গাপূজা দর্শনকে সহজ ও নিরাপদ করে তোলা। সংগঠনের সম্পাদক ধ্রুবজ্যোতি বসু শুভ জানিয়েছেন, এই বছর শহরের ২৪টি বারোয়ারি এবং একটি বনেদি বাড়ির পুজো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
তালিকাভুক্ত পুজো মণ্ডপ
এই প্রিভিউ শো-তে যেসব পুজো মণ্ডপ থাকছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: দমদম তরুণ দল, টালা প্রত্যয়, হাতিবাগান নবীনপল্লি, কাশী বোস লেন, চোরবাগান সর্বজনীন, রাজডাঙা নব উদয় সংঘ, হিন্দুস্থান পার্ক সর্বজনীন, সমাজসেবী সংঘ, ত্রিধারা অকালবোধন, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, বেহালা নতুন দল, নাকতলা উদয়ন সংঘ, সন্তোষপুর লেকপল্লি এবং উত্তর কলকাতার বদন রায়ের বাড়ির পুজো।
বিশেষ আকর্ষণ ও সুবিধা
দর্শনার্থীরা ভিড় এড়িয়ে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই নির্দিষ্ট পুজো মণ্ডপগুলো ঘুরে দেখতে পারবেন। ফলে দীর্ঘ যানজট বা ভিড়ের চাপ থেকে তারা মুক্তি পাবেন। এই উদ্যোগের জন্য খড়গপুর আইআইটির স্থাপত্য বিভাগের বিশেষজ্ঞরা প্রতিটি এলাকার জন্য আলাদা নির্দেশিকা তৈরি করছেন, যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়।
এই প্রিভিউ শো-র পাস সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। ইচ্ছুক দর্শনার্থীরা massArt.in ওয়েবসাইটে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন। আবেদনকারীরা যোগ্য বিবেচিত হলে ডিজিটাল বা প্রিন্ট আকারে পাস পেয়ে যাবেন।
মাস-আর্টের এই ব্যতিক্রমী পদক্ষেপটি কলকাতার দুর্গাপূজাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং সবার জন্য সমানভাবে উপভোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।