কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনা! বলি ৬, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাড়িতে ধাক্কা

কর্ণাটকের বিজয়পুরা জেলায় আজ সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। দুটি যাত্রীবাহী গাড়ি এবং একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি আজ সকালে বিজয়পুরার বাসাভানা বাগেওয়াদি তালুকের মানাগুলি গ্রামে ঘটেছে। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি এসইউভি (SUV) গাড়িকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, এসইউভি দুটিতে থাকা ৬ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজয়পুরার পুলিশ অফিসার লক্ষ্মণ নিমবারগি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি এসইউভি গাড়ি বিজয়পুরা থেকে সোলাপুরের দিকে যাচ্ছিল। পথেই একটি বেসরকারি বাসের সঙ্গে তার ধাক্কা লাগে এবং এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ভাগ্যবশত, এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।”

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছে।