দাদুর দেহভস্ম গোটা শরীরে মেখে খেলছে নাতি! একরত্তির কান্ড দেখে হেসে খুন নেটপাড়া! দেখুন ভিডিও

সম্প্রতি বাবাকে হারিয়েছেন ব্রিটেননিবাসী নাতাশা এমিনি। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাঁর দেহভস্ম একটি পাত্রে করে বাড়ি নিয়ে আসেন। যথাযথভাবে সেটি একটি টেবিলের ওপর রাখা ছিল। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায়, পাত্রটি একেবারে খালি!
এদিক-ওদিক খুঁজতেই ধরা পড়ে আসল রহস্য— তাঁর ছোট্ট ছেলের কীর্তি!নাতাশা যখন চারপাশ খুঁজতে শুরু করেন, তখনই তাঁর নজরে আসে অবাক করা দৃশ্য। তাঁর ছোট্ট ছেলে গোটা শরীরে ছাই মেখে বসে রয়েছে!
ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায়:শিশুটির গায়ে সাদা ছাই মাখানো।প্রথমে সেই ছাই মুখে দিয়েছে, তারপর গোটা ঘরে ছড়িয়ে ফেলেছে।সোফা ও মেঝেতেও ছাই পড়ে রয়েছে!
এই ভিডিও দেখে অনেকেই মায়ের ভুলের দিকে আঙুল তুলেছেন। তাঁদের বক্তব্য—❌ এমন গুরুত্বপূর্ণ কিছু বাচ্চার হাতের নাগালে রাখা উচিত হয়নি।
View this post on Instagram
তবে অনেকেই শিশুর দুষ্টুমিকে মজার ছলে নিয়েছেন। কেউ কেউ লিখেছেন—😂 “বাচ্চা তো, এরকম হবেই!”এই হাস্যকর কিন্তু আবেগঘন ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!