“আপনাদের নেতারা তো আমাকে মেরেই ফেলছিল”- লন্ডন থেকেই বিস্ফোরক মমতা

লন্ডন সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর সফরের অন্যতম কর্মসূচি ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার পর্ব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আয়োজিত এই সভায় মমতার উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রের অনুমোদন নিয়ে তিনি লন্ডন সফরে গিয়েছেন, ফলে বলা যেতে পারে, আপাতত ভারতের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ভাষণ পর্বে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়, যখন তিনি বাংলার বামদের বিরুদ্ধে আক্রমণ শানান। প্রায় আট হাজার কিলোমিটার দূর থেকেও তিনি বাংলার বামেদের দিকে আঙুল তোলেন। ভাষণের সময় রাজ্যের বেকারত্ব এবং আরজি কর সহ একাধিক ইস্যু নিয়ে বিক্ষোভ শুরু করেন বাম ছাত্র পরিষদ SFI-এর ব্রিটেন শাখার সদস্যরা। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে উপেক্ষা করার চেষ্টা করলেও, পাল্টা স্লোগান এবং প্রতিবাদের সম্মুখীন হন মমতা। বিক্ষোভকারীরা মিথ্যাচারের অভিযোগ তোলেন। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নন।
উত্তেজনা তুঙ্গে উঠলে, মমতা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনাদের পার্টিকে মজবুত করুন, যাতে ওরা আমার সঙ্গে লড়তে পারে।” এরপর, বামেদের সঙ্গে সংঘর্ষে তাঁর মাথা ফেটে যাওয়ার একটি ছবি তুলে ধরে তিনি বলেন, “আপনাদের নেতারা তো আমাকে মেরেই ফেলছিল।”
এদিন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎকারে রাজ্যের অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, “বাংলায় এখনও বামেদের ল্যাজটা ফুরোয়নি। তারা কাজ না করে শুধুই ঋণ নিয়েছে। তাই আমরা এখনও ঋণের ফাঁদে পড়ে রয়েছি।” তিনি আরও বলেন, “তাছাড়া, ওদের সময় রাজ্যে FRBM ব্যবস্থা ছিল না। কিন্তু আমরা ক্ষমতায় এসেই তা শুরু করেছি, যার মাধ্যমে প্রয়োজন ছাড়া কোনো দফতর ঋণ তুলতে পারবে না।”
বামেদের আক্রমণের পর মমতা ক্ষান্ত হননি। তিনি কেন্দ্রের বিরুদ্ধে GST-বঞ্চনার অভিযোগ তোলেন। বলেন, “বর্তমানে দেশে একটাই শুল্ক, তা হল GST। কিন্তু সেখানেও কেন্দ্র আমাদের প্রাপ্য দিচ্ছে না।”
মমতার এই মন্তব্যগুলো রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে এবং তার সফরটি আরও একবার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।