SPORTS: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের লজ্জার বিদায়, রাচিনের বিশ্বরেকর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এবারের সফর একেবারেই হতাশাজনক। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনো বিভাগেই আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি সাকিব আল হাসানের দল। আর এর চূড়ান্ত প্রতিফলন ঘটল নিউজিল্যান্ডের বিপক্ষে “ডু অর ডাই” ম্যাচে, যেখানে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ২৩৬ রান। বাঁচা-মরার এই ম্যাচে এমন স্কোর কোনোভাবেই যথেষ্ট ছিল না কিউইদের বিপক্ষে। তবে শুরুতে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা কিছুটা আশা জাগালেও রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
রাচিনের বিশ্বরেকর্ড
কিউই ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র এদিন গড়েছেন নতুন ইতিহাস। মাত্র ২৫ বছর বয়সে আইসিসি ইভেন্টে শচীন টেন্ডুলকারের চেয়ে বেশি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি, প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের লজ্জার রেকর্ড
শুধু রাচিন নয়, ম্যাচটিতে বাংলাদেশও গড়েছে এক বিব্রতকর রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ছয়টি সেঞ্চুরি হজম করা দল এখন বাংলাদেশ।
এই টুর্নামেন্টে মাত্র ১৪টি ম্যাচ খেলেই বাংলাদেশের বিপক্ষে ছয়টি সেঞ্চুরি হয়ে গেছে। এত কম ম্যাচে এত বেশি সেঞ্চুরি আর কোনো দলের বিপক্ষে হয়নি।
যেসব দলের বিপক্ষে বেশি সেঞ্চুরি
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে (১০টি)। এরপর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ—এই তিন দলের বিপক্ষেই এসেছে ৬টি করে সেঞ্চুরি।
বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা হলেন:
✅ উপুল থারাঙ্গা (২০০৬, শ্রীলঙ্কা)
✅ ক্রিস গেইল (২০০৬, ওয়েস্ট ইন্ডিজ)
✅ জো রুট (২০১৭, ইংল্যান্ড)
✅ রোহিত শর্মা (২০১৭, ভারত)
✅ শুভমান গিল (২০২5, ভারত)
✅ রাচিন রবীন্দ্র (২০২5, নিউজিল্যান্ড)
বাংলাদেশের এই পারফরম্যান্সে হতাশ সমর্থকরা। ব্যর্থতার পরিপ্রেক্ষিতে দলের পরিকল্পনা ও ক্রিকেট কাঠামো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।