১ লক্ষ টাকা খরজ করে বিস্ খাওয়াল বাবা ,উত্তরপ্রদেশের এই ঘটনায় সবাই হতমম্ভ

বাবার বারবার অনুরোধ করার সত্বেও মেয়ে তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে নি। ফলে মেয়ের ওপর ক্ষুব্ধ হয়ে বাবা হাসপাতালের ওয়ার্ডবয়কে সুপারি দেয় তার মেয়েকে মারার জন্য। তার পর সেই ওয়ার্ডবয় মেয়েটিকে পটাসিয়াম ক্লোরাইডের উচ্চ ডোজের ইনজেকশন দেয়। ফলে মেয়ের সাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় তাকে হাসপাতালে এডমিট করানো হয়। শনিবার পুলিশ মেয়ের বাবা নবীন কুমার, ওয়ার্ডবয় নরেশ কুমার এবং এক মহিলা কর্মচারীকে গ্রেফতার করে।

গ্রেফতার এর পর পুলিশ জানিয়েছেন , শুক্রবার গভীর রাতে নবীন কুমার তার মেয়েকে কঙ্কর খেরার একটি হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু কয়েক ঘন্টার পর নবীন কুমার তার মেয়েকে স্থানান্তরিত করেন মোদীপুরমের ফিউচার প্লাস হাসপাতলে , সেখানে মেয়েটির স্বাস্থ্য হঠাৎখারাপ হয়ে যায়।

পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকরা জানিয়েছেন ,যে মেয়েটিকে উচ্চ মাত্রায় পটাসিয়াম ক্লোরাইডের ইনজেকশন দেওয়া হয়েছিল। CCTV ফুটেজ স্ক্যান করার পর জানা যায় ,যে ব্যক্তিটি ইনজেকশন দিয়েছিল তার নাম নরেশ কুমার। তার পর সেই ওয়ার্ডবয়কে হেফাজতে নেওয়া হয়।