জেলা ভাগের বিরোধিতায় পথে নেমেছে বাঁকুড়ার আদিবাসী সহ সাধারণ মানুষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়া জেলা ভাগের সিদ্ধান্ত নেওয়ার পরেই ক্ষোভে ফেটে পরে বাঁকুড়া বাসি। জেলা ভাগের এই বিরুধীতায় সাধারণ মানুষ থেকে শুরু করে পথে নামে নাট্য কর্মী ,শিল্পী কলাকুশলীও বিশিষ্ট জনেরা।

বাঁকুড়া জেলা ভাগের বিরুধীতায় আজ মাচানতলা মোর থেকে একটি প্রতিবাদী মিছিল শুরু হয়। এই মিছিল মা সারদাময়ের বাঁকুড়াকে ভাগ করতে দেব না এই স্লোগান সহ পুরা শহর পরিক্রমণ করে প্রতিবাদকারীরা। এই মিছিলে জোক দিয়েছিলো আধিবাসী সম্প্রদায়ের মানুষেরা।

নাট্য কর্মী মধুসূধন দরিপা এই মিছিলের উদ্যোক্তা। দরিপা বলেন , বাঁকুড়া জেলা ভাগ আমরা কোনো মতেই মানব না । আমরা চাই এই সিদ্ধান্ত বাতিল হোক। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১১ আগস্ট আমরা সমস্ত বাঁকুড়াবাসী রাখি বন্ধনের মাধ্যমে জেলা ভাগের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ।

জেলা প্রেসেস সম্পাদক সন্তোষ ভট্টাচার্য বলেন,বাঁকুড়া জেলা আয়তনে ছোটো , ভাগ করে কোনো যুক্তি নেই।