ভারতের আমন্ত্রণে ‘না’ বাংলাদেশের, IMD-র ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে থাকছে না বাংলাদেশ

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেশী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মতবিভেদ দূর করে ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করার লক্ষ্যে ভারতের সরকার প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
ওই আয়োজনে অংশ নিতে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতীয় উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
তবে ওই অনুষ্ঠানে ভারতে যোগ দেবেন না বাংলাদেশের কোনও প্রতিনিধি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত ডিরেক্টর মমিনুল ইসলাম। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
এই প্রসঙ্গে bdnews 24-কে মমিনুল জানিয়েছেন, ১ মাস আগেই আইএমডি-র থেকে আমন্ত্রণ পেয়েছেন তাঁরা। তাঁর কথায়, ‘ভারতের আবহাওয়া দফতর তাদের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। ওদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।’ এরপরেই তিনি বলেছেন, ‘তবে আমরা অনুষ্ঠানে যোগ দিচ্ছি না। অত্যাবশ্যক নয়, এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় যাওয়া হচ্ছে না।’