চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক মহিলা,স্টেশন জুড়ে উত্তেজনা

মঙ্গলবার আরামবাগ রেলস্টেসনে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন এক জন মহিলা।
স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় পরে থাকা সেই মহিলাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতাকলে নিয়ে যায়। আহত মহিলার নাম কাজল বাগ , বাড়ি কুমড়া গ্রামে।
তার স্বামী শ্রীকান্ত বাগ জানায় , একদিন আমার স্ত্রী হাওড়ায় ডাক্তার দেখতে যাবে বলে ভোরবেলা বেরিয়ে গিয়ে আরামবাগ স্টেশনে ট্রেন ধরে। কিন্তু ভুল করে উঠে পরে গোঘাট যাওয়ার ট্রেনে । সে জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়।
আরামবাগ মহকুমা হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার পরমুহূর্তেই স্টেশন চত্বরে বেড়ে যায় উত্তেজনা। চারপাশের লোক ছুটে আসে ঘটনা স্থলে। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ নেয় প্রয়োজনীয় পদক্ষেপ। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহিলার স্বামী। সামান্য ভুলেই বড় এক দুর্ঘটনা ঘটবে তা কেউই আশা করতে পারেনি।