মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার মাঙ্কিপক্সের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এর মধ্যে কেরলের ৫ জন। দেশে যখন মাঙ্কিপক্সের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে তখন বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ।
মঙ্গলবার রাজ্যসভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, রাজ্যসরকারগুলির সঙ্গে সহযোগিতায় এ বিষয় সচেতনামূলক প্রচার চালানো হচ্ছ। সরকারের তরফে নীতি আয়োগের এক জন সদস্যের পৌরহিত্য এবিষয়ে নজর রাখতে একটি টাস্কফোর্সের গঠন করা হয়েছে। ”
স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, টাস্কফোর্সের রিপোর্টের ওপর পরবর্তী পদক্ষেব নেওয়া হবে। কেরালা সরকারের সাহায্যের প্রয়োজন হলে কেন্দ্র সরকার সাহায্য করবে। এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করছে কেন্দ্রীয় বিশেষজ্ঞদল। মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা যখন বিদেশে বাড়ছিল , তখন ভারত সতর্ক ছিল, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
ভারতে মাঙ্কিপক্স কেস শুরু হওয়ার আগেই সমস্ত রাজ্যকে গাইডলাইন পাঠানো হয়েছিল। মাঙ্কিপক্স আক্রান্ত ব্যাক্তির থেকে ১২-১৩ দিনের জন্য দূরত্ব রাখলে রোখা সম্ভব জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ।