“দাউ দাউ করে জ্বলছে আগুন”-ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার ফলে সেখানে বিশাল একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (৩ নভেম্বর) ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোনটি ছোড়ে হিজবুল্লাহ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তরাঞ্চলের ওয়াদি আরাতে ড্রোনের প্রভাবে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার ফাইটাররা কাজ করছিল বলে জানায় আইডিএফ।

প্রতিরক্ষা বাহিনী আরো জানিয়েছে, তারা ড্রোনটি মাঝ আকাশ থেকে ভূপাতিত করার চেষ্টা করেছিল। তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রচেষ্টায় ব্যর্থ হয়। এরপর ড্রোনটি একটি মহাসড়কের ওপর আছড়ে পড়ে।

আইডিএফ আরো জানিয়েছে, কাসেরা উপকূলবর্তী সমুদ্র থেকে তাদের নৌ সেনারা অপর একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি ইসরায়েলের ভেতর প্রবেশ করতে পারেনি বলে দাবি করেছে তারা।

হিজবুল্লাহর এই ড্রোন হামলার সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কামূলক সাইরেন বেজে ওঠে।

সূত্র: টাইমস অব ইসরায়েল