“বাংলায় পেট্রল ১০৩ টাকা, অসমে ৯৬ টাকা”-‘ডবল ইঞ্জিন’-এর সুবিধা ব্যাখ্যা হিমন্তের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলায় এসে অর্জুন সিংহ এর হয়ে করলেন একটি রাজনৈতিক সভা। আর সেই সভা থেকেই আক্রমণ করলেন রাজ্যসরকারকে। বোঝালেন কেন ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন বাংলার জন্য।

তিনি জানান, বাংলায় পেট্রলের দাম ১০৩ টাকা, অথচ অসমের গুয়াহাটিতে পেট্রলের দাম ৯৬ টাকা। অসমের থেকে বাংলায় পেট্রলের দাম বেশি কেন? সরকারকে খোঁচা দেন তিনি। বাংলায় সরকারি কর্মচারীরা মাত্র ১৪ শতাংশ ডিএ পেলেও অসমের সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ ডিএ পান বলেও দাবি করেন তিনি। এইসব কিছুই ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুবিধা।

তিনি বলেন, ‘এখানে দ্রব্যমূল্যের দাবি তুলে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য বলা হয়। কিন্তু, আপনারই তো পেট্রল-ডিজেলে বেশি ট্যাক্স নিচ্ছেন। সেই কারণেই তো এখানে দ্রব্যমূল্য অসমের থেকেও বেশি।’

হিমন্ত বলেন, ‘অসম একটা ছোট রাজ্য হলেও সেখানে এক লাখ চাকরি দেওয়া হয়, সেখানে একটা অভিযোগ ওঠে না। আপনি এখানে ২৩ হাজার চাকরি দিয়েছেন, সেখানেও দুর্নীতি হয়েছে, আপনাদের মন্ত্রীদের ঘর থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে।’

তৃণমূল কংগ্রেসকে হিমন্ত কটাক্ষ করে বলেন, ‘তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে পাঁচ থেকে দশটা আসন পাবেন। তাঁরা তো আর কেন্দ্রের সরকার গড়তে পারবেন না। কেন্দ্রে তো মোদী সরকারই গঠিত হবে। এবারে বিজেপি ৪০০ আসনের বেশি নিয়ে সরকার গঠন করবে, তার মধ্যে একটি আসন থাকবে ব্যারাকপুরও।’