BigNews: কী হয়েছিল সেদিন রাজভবনে? পূর্ত দফতর থেকে এল CCTV ফুটেজ, তদন্তে লালবাজার

রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
লালবাজারের ‘SET’ (Special Enquiry Team) নামে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।তদন্তকারী দল রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজ চেয়েছে এবং বেশ কিছু কর্মীর সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছে।
অভিযোগকারিণী মহিলার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।পুলিশ ইতিমধ্যেই বেশ কিছুজনের নামের তালিকা তৈরি করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে।
লালবাজার সূত্রের খবর, বিশেষ অনুসন্ধানকারী দল (SET) রাজভবনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিল। কিন্তু রাজভবনে পক্ষ থেকে এই বিষয়ে কোনই গুরুত্ব দেওয়া হয় না। এরপর লালবাজারে তরফ থেকে PWD-কে চিঠি দেওয়া হয়। PWD-এর আইটি সেলের কাছ থেকে এই সিসিটিভি ফুটেজ গুলি পায় লালাবাজার। যেহেতু রাজভবনের নিরাপত্তার দায়িত্ব PWD-এর আওতায় সেই কারণে তাঁদের থেকে এই ফুটেজ জোগাড় করা হয়।
সিসিটিভি ফুটেজে কী দেখা গেছে:
অভিযোগকারী রাজভবনে ঢোকার পর সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন।
রাজ্যপালের ঘরে প্রবেশের পর ২০-২৫ মিনিট পর্যন্ত অভিযোগকারী সেখানে ছিলেন। এই সময়ের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়নি।
রাজ্যপালের ঘর থেকে বেরিয়ে আসার পর অভিযোগকারীকে রাজভবনের কর্মীরা আটকানোর চেষ্টা করছেন।
অভিযোগকারী স্পেশাল সেক্রেটারির ঘরে যান এবং সেখানে ডাক্তারের নিকট থেকে প্রাথমিক চিকিৎসা করান।
গুরুত্বপূর্ণ তথ্য:
রাজভবনের ফাস্ট ফ্লোর, রাজ্যপালের ঘর এবং অফিসের করিডোরে সিসিটিভি ক্যামেরা নেই।
রাজভবন কর্তৃপক্ষ প্রথমে পুলিশকে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকার করে। পরে তারা ১ ঘণ্টা ১৯ মিনিটের সম্পাদিত ফুটেজ প্রদান করে।
অভিযোগকারী রাজভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুটেজ গোপন করার অভিযোগ এনেছেন।লালবাজার রাজভবনের ৪ কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
এই তিনজনকে আজ তলব করা হয়েছিল কিন্তু তারা হাজির হয়নি।