নেই জমি-বাড়ি, বিনিয়োগও শূন্য! জেনেনিন TMC প্রার্থী অভিষেকের মোট সম্পত্তি কত?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর তার মাঝেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা করছেন তাদের মনোয়ন পত্র জমা।মনোনয়ন পত্র জমা দেবার সময় যে হলফ নামা পেশ করা হয় সেই বিবরণ থেকে জানা যায় প্রার্থীদের বর্তমান স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে।

কত আয় অভিষেকের?

হলফনামা অনুযায়ী গত ২০২২ – ২৩ অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল ৮২ লাখ ৫৮ হাজার ৩৬০ টাকা। ২০২১ – ২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯০ লাখ ৫০ হাজার ৬৪৩ হাজার। ২০২২ – ২১ অর্থবর্ষে ১ কোটি ৫১ লাখ ২৯ হাজার ১৭০ টাকা আয় করেন অভিষেক। ২০১৯ – ২০ অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ছিল ৬৭ লাখ ৩২ হাজার ৩৭০ টাকা। ২০১৮ – ১৯ অর্থবর্ষে তাঁর রোজগার ছিল ৭১ লাখ ৫২ হাজার ২০০ টাকা।

কত সম্পত্তি অভিষেকের?

হলফনামা অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে ৪ মে ২০২৪ তারিখের নিরিখে ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ টাকা। পাশাপাশি ৫টি সেভিং অ্যাকাউন্ট রয়েছে অভিষেকের। রয়েছে ৩টি জীবন বিমা পলিসি। তাঁর জীবন বিমাগুলির মোট আর্থির মূল্য ৩১ লাখ টাকা। এছাড়া ৩০ গ্রাম সোনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। ১ মে ২০২৪ তারিখ অনুযায়ী যার বাজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা। রয়েছে ৪০ গ্রাম রুপোও। ৩ মে ২০২৪ তারিখের নিরিখে সেই রুপোর দাম ৩ হাজার ৩৪০টাকা। হলফনামা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লাখ ২০ হাজার ২০৪ টাকা ৯০ পয়সা। তবে হলফনামা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও জমি বা বাড়ি নেই। এছাড়া তাঁর লায়বিলিটির পরিমাণ ৩৬ লাখ টাকা।

এদিন অভিষেক মন্তব্য করেন, ‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা।’