২০ বছর পর আবারও কাছাকাছি ইমরান-মল্লিকা, বলিউডে নস্টালজিয়ার ঝড়!

মনে আছে ‘মার্ডার’? ইমরান হাসমি ও মল্লিকা শেরাওয়াতের এই ছবি একসময় বলিউডে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। পর্দায় তাদের রসায়ন ছিল আগুন। কিন্তু দীর্ঘদিন ধরে এই হট জুটিকে আর একসাথে দেখা যায়নি।

অনেকেই জানেন না, তাদের মধ্যে সম্পর্ক কখনই ভালো ছিল না। ছবির শুটিং চলাকালীন তারা একে অপরের সাথে ঠিকমতো কথাও বলতেন না। পরে প্রকাশ্যে তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। একে অপরের নামে নানা কু-কথাও বলতে থাকেন তারা।

এভাবেই 20 বছর ধরে এই জুটিকে আর একসাথে দেখা যায়নি।

কিন্তু অবশেষে অপেক্ষার অবসান! সম্প্রতি বলিউডের একটি রিসেপশন পার্টিতে একে অপরের দিকে হাত বাড়িয়ে দেন তারা। হাসিমুখে মিটিয়ে দেন সব বিভেদ। পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় শোরগোল। সকলেরই একটাই প্রশ্ন, আবারও কি এই জুটি পর্দায় ফিরে আসতে পারবে?

যদিও তাদের আবারও একসাথে কাজ করার বিষয়ে এখনও কোনও খবর বলিউডে পাওয়া যায়নি। তবুও, 20 বছর পর এই জুটিকে একসাথে দেখে নস্টালজিয়ায় ভাসছে নেটপাড়া।

এই সাহসী জুটি একসময় যেভাবে পর্দায় ঝড় তুলেছিলেন, তা আজও শিহরণ জাগায় দর্শকদের মনে। সেই রসায়ন আবারও ফিরে পেতে মরিয়া দর্শকেরা।

ইমরান হাসমি এখন তার ছবির জ্যঁর পাল্টেছেন, তবুও ‘মার্ডার’ জুটির এই মিলন বলিউডে নতুন আশার সঞ্চার করেছে। আশা করা যায়, হয়তো শীঘ্রই আবারও তাদের একসাথে পর্দায় দেখা যাবে।