“যদি BJP সরকার ফের ক্ষমতায় আসে, আর কোনও ভোটই হবে না ভারতে”

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পোড়াকোলা প্রভাকরের মন্তব্যে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির। তিনি তার মন্তব্যের মাধ্যমে ফের আরও একবার করলেন বিস্ফোরক দাবি। তিনি বিজেপি ভারতে ফের ক্ষমতায় এলে কি হতে পারে সেই বিষয়ে আলোকপাত করেছেন।
সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেই ভিডিওতে তিনি বলেন ‘২০২৪ সালে ফের একবার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী বসলে দেশে আর কোনও নির্বাচন হবে না। আপনারাও আর তেমনটা আশা করবেন না।’ পাশাপাশি নির্মলা সীতারমনের স্বামীর দাবি, দেশের সংবিধান এবং ভারতের মানচিত্রও বদলে যাবে ফের একবার BJP ক্ষমতায় এলে। তিনি বলেন, ‘আপনি হয়তো চিনতেই পারবেন না। দেশের সংবিধান এবং মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে।’
পরাকলা প্রভাকর আরও বলেন,’অধিকাংশ সময় BJP নেতা এবং প্রধানমন্ত্রী মোদীর মুখে যে ধরণের মন্তব্য শোনা যায়, দিল্লির লালকেল্লা থেকেও তেমন হেটস্পিচ শোনা যাবে। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে নরেন্দ্র মোদী নিজে দিল্লির লালকেল্লা থেকে ঘৃণার ভাষণ দেবেন। আর কোনও রাখঢাক হবে না। খোলাখুলি হেটস্পিচ দেওয়া হবে দেশে।’
সীতারমনের স্বামী বলেন, ‘এমনটা হতে পারে, যদি এই সরকার ফের ক্ষমতায় আসে তবে আর কোনও নির্বাচন হবে না দেশে। ভোটাধিকার প্রয়োগ করার আশা করবেন না আর। এর পর আর কোনও ভোটই হবে না ভারতে।’