SPORTS: ‘২৫ কোটি জলে গেল… ছপাক’, KKR হারতেই ফের ট্রোলড মিশেল স্টার্ক

২৪.৭৫ কোটি টাকা! IPL-এর মিনি নিলামে এই বিশাল অঙ্কের টাকা খরচ করে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দুঃখের বিষয়, তিনি এখন পর্যন্ত দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি।
চার ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে বলার মতো খেলেছেন স্টার্ক। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি উইকেটও পেলেন না। শুধু তাই নয়, IPL-এর ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পরিচিত এই বোলার সম্ভবত চোট পেয়েছেন।
স্টার্কের পারফরম্যান্স:
ম্যাচ: ৪
উইকেট: ৩
ইকোনমি: ১১.৩৬
চোটের আশঙ্কা:
চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় স্টার্ককে বারবার তার পাঁজরের দিকে হাত দিতে দেখা গেছে। সূত্রের খবর, তিনি সাইড স্ট্রেইনে ভুগছেন। KKR বা IPL কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
স্টার্ককে নিয়ে ট্রোলিং:
স্টার্কের পারফরম্যান্স নিয়ে হতাশ সমর্থকরা তাকে ট্রোল করছেন। জনপ্রিয় মিমের অনুকরণে একজন নেটিজেন লিখেছেন, “২৫ কোটি পানি গয়ি, ছপাক।”
স্টার্কের IPL ক্যারিয়ার:
ম্যাচ: ৩১
উইকেট: ৩৬
মরশুম: ৩ (২০১৪, ২০১৫, ২০২4)