BJP-তে যোগদান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, করলেন যোগদানের কারণ ব্যাখ্যা

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ সকাল সাড়ে দশটার সময় পদত্যাগ করেছেন। তিনি দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠাবেন।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথেও দেখা করেছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় গত রবিবার ঘোষণা করেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি সাত তারিখ সম্ভবত বিজেপিতে যোগদান করব।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি প্রার্থী হবেন লোকসভা নির্বাচনে? এই প্রশ্নের জবাব হিসেবে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেব দল।’

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিজেপিই একমাত্র রাজনৈতিক দল যারা সর্বভারতীয় স্তরে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।তৃণমূলের সংস্কৃতিই হল বিজেপিকে আক্রমণ করা।’

অন্যদিকে, অধীর চৌধুরীও বলেছিলেন, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যোগ্য। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই দুই দলে যোগদান করছেন না তিনি? এই জবাব দিলেন নিজেই।

তিনি বলেন, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি। তাই বামেদের সঙ্গে যাওয়ার প্রশ্নই নেই।’