“সুচিত্রা সেন আমাদের দেখেই ঘোমটা টেনে নেন”-স্মৃতিচারণ করলেন চিরঞ্জিত

মহানায়িকা সুচিত্রা সেন, যিনি বাঙালির হৃদয়ে বনলতা সেনের মতোই আজও অমলিন। পর্দা থেকে দীর্ঘকাল দূরে থেকেও তিনি সিনেমা প্রেমীদের মনে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। বহু অনুরাগীই তাঁকে একবার চোখের দেখা দেখার আকাঙ্ক্ষা পোষণ করতেন। সেই সৌভাগ্য হয়েছিল টালিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সুচিত্রা সেনকে নিয়ে এক স্মৃতিচারণ করেছেন তিনি।

চিরঞ্জিত জানান, তাঁর স্ত্রী রত্নাবলীর মামা ছিলেন একজন বিখ্যাত ব্যারিস্টার। নব্বই দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রায়শই তাঁর স্ত্রীর সঙ্গে মামার চেম্বারে দেখা করতে যেতেন। একদিন মামার চেম্বারে স্বাভাবিকভাবে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। মামা তাঁদের কিছুক্ষণ পরে আসতে বলেন এবং দোতলায় তাঁর স্ত্রীর (মামীর) কাছে গিয়ে বসতে অনুরোধ করেন।

চিরঞ্জিত সেই দিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, “আমরা খেয়াল করলাম, আমাদের দেখেই একজন ভদ্রমহিলা মাথার ঘোমটাটা টেনে নিলেন। তিনি আর কেউ নন, স্বয়ং সুচিত্রা সেন। বাইরে বের হলে মিসেস সেন সাধারণত মাথায় ঘোমটা ও সানগ্লাস পরে বের হতেন। যেহেতু তিনি মামার ঘরে বসেছিলেন, তাই সম্ভবত সানগ্লাস ছাড়াই ঘোমটা খুলে বসেছিলেন। আমাদের আসার আভাস পেয়েই তিনি দ্রুত ঘোমটা টেনে নেন। কিছুক্ষণ পরেই উনি উঠে ওখান থেকে বেরিয়ে যান।”

এই অপ্রত্যাশিত সাক্ষাতের পর চিরঞ্জিত ও তাঁর স্ত্রী যখন মামার চেম্বারে যান, তখন তাঁদের মামা জানান যে সুচিত্রা সেন প্রায়ই তাঁর কাছে আসেন।

উল্লেখ্য, চিরঞ্জিত চক্রবর্তী সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনের সঙ্গে বহু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের দুজনের ওপর বিখ্যাত গান ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো!’ চিত্রায়িত হয়েছে। মুনমুন সেনের নায়ক হওয়া সত্ত্বেও চিরঞ্জিত কি সুচিত্রা সেনের সঙ্গে আর দেখা করার সুযোগ পাননি? এই প্রশ্নের উত্তরে চিরঞ্জিত জানান, “না! আর দেখার সুযোগ হয়নি মিসেস সেনকে।”

এক কিংবদন্তী অভিনেত্রীর সঙ্গে এই অপ্রত্যাশিত সাক্ষাৎ চিরঞ্জিতের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে, যা তিনি আজও সযত্নে লালন করেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy