ভারতীয় অর্থনীতির জন্য বড়সড় ধাক্কা! এই প্রথমবার এত দাম কমল ভারতীয় মুদ্রার। সোমবারে ভারতীয় মুদ্রার দাম ঠেকেছে ৭৭ টাকা ৪২ পয়সা। স্বাধীনতার পর যা কিনা সর্বনিম্ন। এই ঘটনার পর বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে লগ্নি তুলে নিচ্ছেন৷ ইতিমধ্যেই রেকর্ড ১৭.৭ বিলিয়ন ডলার তুলে নেওয়া হয়েছে এই বছরে।
ডলার সাপেক্ষে দাম কমা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করত বিজেপি। কংগ্রেস আমলে এই ব্যাপারে কম প্রশ্ন সহ্য করতে হয়নি সরকারকে। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও কেন টাকার দাম কমছে, তা নিয়ে প্রশ্ন তুলতেন বিজেপি নেতারা। পিছিয়ে থাকতেন না নরেন্দ্র মোদীও। তিনি প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের মুদ্রার দাম না কমলে ভারতীয় রুপির দাম কমে কেন? তাছাড়া সেই সময়ে রসিকতাও কম হত না। কিন্তু বিজেপির সময়ে ডলার সাপেক্ষে সর্বনিম্ন রূপী। এখন মনমোহন সিংও প্রধানমন্ত্রীর আসনে নেই, কংগ্রেসও নেই।
সোমবার বাজার খুলতেই ৮০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স৷ নিফটি ছিল ১৬,২০০ পয়েন্টের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, অবমূল্যায়নের জন্য কোভিড মহামারি একটা বড় ফ্যাক্টর। তাছাড়া কোভিড মহামারি শেষে যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক তথা দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম বাড়া সহ একাধিক কারনে দাম বেড়েছে ভারতীয় মুদ্রার। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়েও ধস আটকাতে পারেনি৷ অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এখনই ধস থামবে না। মুদ্রার দাম নেমে যেতে পারে ৮০ টাকা অবধি৷