বিএসএফ সব ইনক্সপেক্টর হেড কনস্টেবল পদে প্রাথী নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।
পদের নাম: সাবইন্সপেক্টর ,ইঞ্জিন ড্রাইভার ,ওয়ার্কশপ, হেডকনস্টেবল, ড্রাইভার ,কনস্টেবল ক্রু
মোট শূন্যপদ: ২৭৭ টি শূন্য পদে মহিলা ও পুরুষকে নিয়োগ করা হবে। SC /ST /OBC দেড় জন্য রয়েছে আসন সংরক্ষনের বিশেষ সুবিধা।
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। NCC সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ২২ থেকে ২৮ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বিএসএফ দফতরের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বেতন: উক্ত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৩৫,০০০ থেকে ৭৫,১০০ টাকা।
আরও বিশদে জানতে লগইন করুন –
www.bsf.gov.in