সরকারি চাকরি: রাজ্যের ভূমিসংস্কার দফতরে GROUP-C পদে নিয়োগ, বেতন ১৮,০০০

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ভূমি সঙ্কস্কর দফতরে গ্রুপ -সি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। চুক্তির ভিত্তিতে করা হবে প্রাথী নিয়োগ। নিয়োগের সম্পূর্ণ বিষয় ও বিবরণ দেওয়া হলো নিচে –

পদের নাম: সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল

বয়স : ১ জানুয়ারী ২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধে হতে হবে

বেতন: ১৮,০০০ টাকা প্রতিমাসে

যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে PGDCA /B .sc {কম্পিটার সাইন্স )BCA /DOEACC A লেভেল থেকে ৩ বছরের কোর্স। সেই সাথে এপ্লিকেশন ও সফটওয়্যার ইনস্টলেশন ও ডেভলপমেন্ট এবং DBMS এর কাজ সঠিকভাবে জানতে হবে।

নিয়োগ পদ্ধতি: ইন্টারভিউ ও কমিপউটার দক্ষতা টেস্ট সাথে প্রয়োজনীয় নথি পরীক্ষা করে প্রাথী নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রাথীরা অফলাইনে বাইয়োডাটা ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন।

আবেদনের ঠিকানা –

 

বিশদে জানতে লগইন করুন

https://alipurduar.gov.in/recruitments/2022/req13522.pdf

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy