
Southern Command হেডকোয়ার্টারে বিভিন্ন পদে নিয়োগ হবে একাধিক লোক। মাধ্যমিক পাশ হলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ভারতের সমস্ত নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার আগ্রহী প্রাথী আবেদন যোগ্য।
পদের নাম: বারবার (নাপিত)
মোট শূন্যপদ: ১২ টি
পদের নাম: চৌকিদার
মোট শূন্যপদ: ৪৩ টি
যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ সেই সাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স: উক্ত পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর।
বেতন: আনুমানিক বেতন ২৫০০০ থেকে ৩৫০০০ পর্যন্ত
লিখিত পরীক্ষার মাধ্যমে পদে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান: HQ Southern Comand -এর অন্তর্গত AMC ইউনিট
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
HQ Southern Command
C/O: 4012 Field Hospital
C/O: 55 APO
PIN- 904012