আসন্ন রাজ্যসভা নির্বাচেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভিকে এবার প্রাথী করেনি গেরুয়া শিবির। তার প্রাথী পদ নিয়ে থেকেই গেলো জল্পনা। তারপর গুঞ্জন উঠেছিল হযরত তাকে প্রাথী করা হতে পারে উত্তর প্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। তবে সেখানেও তার নাম দেয়নি বিজেপি। আর তারপর থেকে ফের জল্পনা শুরু হয়েছে তবে কি মুখতার আব্বাস নাকভিকে রাষ্ট্রপতি পদে প্রাথী হতে চলেছেন?
প্রসঙ্গত, আরএসএস ঘনিষ্ট মুসলিম নেতা মুখতার আব্বাস নাকভিকে ২০১৬ সালে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি। রাজ্যসভায় সদস্য হিসেবে নাকভির মেয়াদ শেষ হয়ে গেছে ৭ জুলাই। তাই অনেকেই মনে করেছিলেন নাকভিকে হয়ত ফের ঝাড়খন্ড থেকে রাজ্যসভার প্রাথী করা হবে। কিন্তু বিজেপি সেই পথে এবার হাঁটেনি। সেই জায়গায় গেরুয়া শিবির প্রাথী করেছে আদিত্য সাহুকে।
তাই এবার ফের জল্পনা ছড়িয়ে পড়েছে হয়তো মুখতার আব্বাস নাকভিকে করা হতে পারে রাষ্ট্রপতি পদপ্রাথী। অন্যদিকে উত্তর প্রদেশে অখিলেশ যাদব এবং আজম খান যথাক্রমে আজমগড় এবং রামপুর আসন ছেড়ে দিয়েছিলেন। সেই কারণে উপনির্বাচন হতে চলেছে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলে পরিচিত ওই দুই আসনে। অনেকেই মনে করেছিলেন বিজেপি মুখতার আব্বাস নাকভিকে প্রার্থী করতে পারে আজম খানের ঘাঁটি বলে পরিচিত রামপুরে। মুসলিম অধ্যুষিত এই আসনে বিজেপির পরিচিত মুসলিম মুখ মুখতার আব্বাস নাকভিকে প্রার্থী করা নিয়ে জল্পনা তীব্র হয়েছিল কিন্তু পরিশেষে তাও বাতিল হয়।