রাজ্যসভানির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন ৪১ জন! ১৬ আসনে হবে তীব্র লড়াই

আগামী ১০ জুন হবে রাজ্যসভা নির্বাচন আর তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়ে গেলেন গা টি রাজ্যের ৪১ জন প্রার্থী। যারা জয়ী হয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিজেপি , কংগ্রেস সহ প্রায় সব দলের প্রাথীরা।

নির্বাচন কমিশনার আগামী ১০ জুন ১৫ টি রাজ্যের ৫৭ টি আসনে নির্বাচনের দিন ঘোষণা করেছে তাদের মধ্যে ১১ টি রাজ্যের ৪১ জন প্রাথী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৬ জন প্রাথীকে নির্বাচিত করতে ভোট গ্রহণ হবে আগামী ১০ জুন।

মূলত এবারের নির্বাচনে হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, মহারাষ্ট্রে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এইসব রাজ্যে আসনের থেকে প্রার্থী বেশি রয়েছেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

অপরদিকে যেসব রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা যে সব রাজ্য থেকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁর মধ্যে উত্তর প্রদেশের ১১ জন, তামিলনাড়ুতে ছয় জন, বিহারে ৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪ জন, ওড়িশায় তিনজন, ছত্তিশগড়, পঞ্জাব, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডে দুজন করে এবং উত্তরাখণ্ডে একজন প্রার্থী।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy