বিয়ের পর দক্ষিণেশ্বরে দিলীপ ঘোষ, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার ডাক

গত শুক্রবার চারহাত এক হয়েছে তাঁদের । আর মঙ্গলবারই সদ‍্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন তাঁর মা-ও । ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পর রাজ‍্যে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করার ডাক দিলেন নবদম্পতি । এজন্য রাজ‍্যবাসীকে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছেন ঘোষ দম্পতি ।
এদিন সদ‍্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার ও মা পুষ্পলতা দেবীকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ । গাড়ি থেকে নেমে তাঁরা সোজা প্রবেশ করেন ভবতারিণী মন্দিরে । মন্দিরে আগত বেশ কয়েকজন পুণ্যার্থীর সঙ্গে কুশল বিনিময়ও করেন বিজেপির ডাকাবুকো নেতা ।পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “মায়ের কাছে সকলের শান্তি কামনা করলাম । যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি ।”

দক্ষিণেশ্বর মন্দিরে দিলীপ ও রিঙ্কু (নিজস্ব চিত্র)
চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি বলেন, “চাকরিহারাদের ধরনাই বলুন, আর সরকারের সঙ্গে আলোচনা-বৈঠক, সবই নিস্ফলা হবে । এর কোনও সমাধান হবে না ! আদালত নির্দেশ দিয়েছে । তাই আদালতই পারবে এর সমাধান বের করতে । আমি সব পক্ষকে বলব নিজেদের বক্তব্য নিয়ে আদালতের কাছে আবেদন করুন । সুপ্রিম কোর্ট তো সবার কথা শোনে । নিশ্চয়ই, তাঁরা সকলের কথা শুনে কিছু না কিছু করবে । যোগ্য 18 হাজার চাকরি যেন ফেরত আসে, এটাই আমরা চাই ।”

পুজো দিয়ে গঙ্গার ঘাটে যান দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)
শালবনিতে মুখ‍্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে 10 হাজার লোকের চাকরি হয়েছে । সেই প্রসঙ্গে দিলীপ বলেন, “কোথায় চাকরি পেয়েছে ? বাংলায় নাকি উত্তরপ্রদেশ, বিহারে ? এই রাজ্যে কোথাও চাকরি হয়েছে বলে তো জানা নেই । এখানে এসে দেখলাম তিনজন সিভিক পুলিশ রয়েছে, তাঁরাই বলছেন, যে টাকা তাঁরা পান, তাতে সংসার চলে না । উনি তো দেউচা পাচামিতে বলেছিলেন, এক লক্ষ লোকের চাকরি হয়েছে, কোথায় হল ? এক ঝুড়ি কয়লাও বেরলো না ! আর কারও চাকরিও হল না । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকদের ডাকলেন কথা বলবেন বলে, সেখানে পার্টির লোকই ভরে গেল, শিক্ষকরা ঢুকতেই পারলেন না ।”

রাজ‍্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার ডাক নবদম্পতির (নিজস্ব চিত্র)
এদিকে, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে ডাক্তারদের সংগঠন । সেই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “শুধু ডাক্তাররাই নয়, আপামর সাধারণ মানুষ চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছে । আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা-মাও সহমর্মিতা জানিয়েছেন । আমরাও চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি মুর্শিদাবাদে ঘরছাড়া হিন্দু সম্প্রদায়ের মানুষেরও পাশে রয়েছি । সকলকে একত্রিত হয়ে এই সরকার পরিবর্তন করতে হবে ।”

মা ও স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে দিলীপ (নিজস্ব চিত্র)
অন‍্যদিকে, স্বামীর সুরে সুর মিলিয়ে দিলীপের স্ত্রী রিঙ্কুও রাজ‍্যে সরকার বদলের ডাক দিয়েছেন । তাঁর কথায়,”সমস্ত স্তরের মানুষকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার । তাই, এই সরকার পরিবর্তন না-হলে মানুষ তাঁর ন্যায্য অধিকার ফিরে পাবে না । রাজ্য তথা দেশের স্বার্থে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার পশ্চিমবঙ্গে । তার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে সকলকে ।”
প্রসঙ্গত, পুজো দেওয়ার পর এদিন স্ত্রীকে নিয়ে গঙ্গার ঘাটে যান দিলীপ ঘোষ । মাথায় গঙ্গার জল ছিটিয়ে সারদা মায়ের মন্দিরে গিয়ে প্রার্থনা সারেন ৷ এরপর মন্দির চত্বর থেকে সস্ত্রীক বেরিয়ে যান বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy