
বিল গেটস তার সাফল্য অর্জনে ব্যবহার করেছেন ৬টি মূল পরামর্শ। পরামর্শগুলো প্রত্যেক মানুষের জন্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।
1. শক্ত মনের জোর থাকতে হবে তাঁর কথা, একজন ব্যবসায়ীকে কঠোর পরিশ্রম করতে তাকে এতটাই প্রস্তুত থাকতে হবে যে,বিশ্রাম নেওয়ার মানুসিকতা থেকেও মাঝে মাঝে বেরিয়ে আসতে হবে।
2. কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতকে তৈরি করা- বিল গেটস মনে করেন, সাফল্য অর্জনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
3.বিল গেটস বলেন, ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রাখুন। প্রতিষ্ঠানকে নিয়মিতবলেন, আপনি যে কাজটি করছেন সেটি আপনাকে উপভোক করতে হবে।
4.মনকে ফ্রেশ রাখতে হবে।মন ফ্রেশ থাকলে কাজের মাঝে জড়তার সৃষ্টি হয় না বরং কাজের গতি বাড়ে।
5. অন্যের পরামর্শ নেওয়া বিল গেটস বলেন, হতে পারে আপনার কাছে কিছু আইডিয়া আছে যেটাঅন্যের কাছে নেই।আবার আরেকজনের কাছে যে আইডিয়াটা আছে সেটাও হয়তো বা আপনার কাছে নেই।তাই কাছের লোকদের সঙ্গে আলাপ করা ও পরামর্শ চাওয়া বুদ্ধিমান ব্যক্তিত্বের পরিচায়ক।
6. কাজ নিয়ে গড়িমসি না করা- কোনো কাজেই আজ না কাল, কাল না পরশু করাযাবে না। কাজ ফেলে রাখা যাবে না। যখন যে কাজটি করার প্রয়োজনবোধ মনে করবেন তখনই সে কাজটি করে ফেলবেন। কালকের জন্য কাজ রেখে দেয়া যাবে না। আশা করি এই পরামর্শগুলো আপনাদের উন্নতির ক্ষেত্রে কাজে লাগবে।