চাকরির খবর: ৮০০০টি সরকারি চাকরি, যোগ্যতা গ্রাজুয়েট, বেতন ৩৫,৫০০

দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) অফিসার ( স্কেল I, II, III) এবং অফিস সহকারী (মাল্টিপারপাস) পদে নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।

পদের নাম:
আইবিপিএস আরআরবি অফিস সরকারী
আইবিপিএস আরআরবি অফিসার স্কেল I
আইবিপিএস আরআরবি অফিসার স্কেল II
আইবিপিএস আরআরবি অফিসার স্কেল III

মোট শূন্যপদ:
আইবিপিএস আরআরবি অফিস সরকারী ৪৪৮৩ টি পদ
আইবিপিএস আরআরবি অফিসার স্কেল I-২৬৭৬ টি পদ
আইবিপিএস আরআরবি অফিসার স্কেল II-৮৪২ টি পদ
আইবিপিএস আরআরবি অফিসার স্কেল III- ৮০ টি পদ

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে।

বয়স: পদ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছর।

সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।

আবেদনের ফি: তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১৭৫ টাকা এবং অন্য আবেদনকারীদের জন্য ৮৫০ টাকা। ফি-ও দিতে হবে অনলাইনেই।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৭ জুন। অনলাইনে পরীক্ষা- প্রিলিমিনারি অগাস্ট ২০২২, মেন পরীক্ষা সেপ্টেম্বর/ অক্টোবর ২০২২-এ।

বেতন: উক্ত পদের জন্য আনুমানিক বেতন দেওয়া হবে ৩৫,৫০০ থেকে ৭৫,১০০ টাকা।

আরও বিশদে জানতে লগইন করুন –
https://www.ibps.in/wp content/uploads/RRB_XI_ADVT.pdf

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy