চাকরির খবর: ৪৯৪০ টি সরকারি চাকরি, যোগ্যতা উচ্চমাধ্যমিক, বেতন ১৯, ৯০০ টাকা

রেলের বাণিজ্যিক কম টিকিট ক্লার্ক পদে সারাদেশে নিয়োগ করা হবে । এই পদে আবেদন কররতে পারবেন ভারতীয় তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার মানুষ।

পদের নাম: বাণিজ্যিক কম টিকিট ক্লার্ক

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সাথে থাকতে হবে ৫০ শতাংশ নাম্বার। তবে ৫০ শতাংশের ক্ষ্মেত্রে জোর দেওয়া হবেনা SC / ST /প্রাক্তন সৈনিক সাহা একাধিক ক্ষেত্রে।

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ৫ জুন ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমেই পোর্টালে নিজের সমস্ত বিবরণ দিয়ে রেজিস্ট্রি করতে হবে তারপর ইউসার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

বিশেষ তারিখ: নিয়োগ শুরু হবে ১২ জুন ২০২২ থেকে

বেতন: উক্ত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৯, ৯০০ টাকা। সাথে থাকবে মহার্ঘভাতা ,বাড়ি ভাড়া ভাতা, পেনশন স্কিম ও চিকিৎসা সুবিধা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy