চাকরির খবর: ২৭৭টি সরকারি চাকরি, যোগ্যতা উচ্চমাধ্যমিক,বেতন ৩৫,০০০

বিএসএফ সব ইনক্সপেক্টর হেড কনস্টেবল পদে প্রাথী নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।

পদের নাম: সাবইন্সপেক্টর ,ইঞ্জিন ড্রাইভার ,ওয়ার্কশপ, হেডকনস্টেবল, ড্রাইভার ,কনস্টেবল ক্রু

মোট শূন্যপদ: ২৭৭ টি শূন্য পদে মহিলা ও পুরুষকে নিয়োগ করা হবে। SC /ST /OBC দেড় জন্য রয়েছে আসন সংরক্ষনের বিশেষ সুবিধা।

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। NCC সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ২২ থেকে ২৮ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বিএসএফ দফতরের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

বেতন: উক্ত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৩৫,০০০ থেকে ৭৫,১০০ টাকা।

আরও বিশদে জানতে লগইন করুন –
www.bsf.gov.in

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy