চাকরির খবর: ১৫০ টি সরকারি চাকরি, যোগ্যতা গ্রাজুয়েট, বেতন ৪৪৯০০ টাকা

ভারত সরকার তাদের ইন্টেলিজেন্ট ব্যুরো তে নতুন লোক নিয়োগ করবে। এই চাকরির জন্য ভারত তথা পশ্চিম বঙ্গের সমস্ত নাগরিক আবেদন করতে পারবেন।

পদের নাম: এসিস্টেন্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার

মোট শূন্য পদের সংখ্যা : কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি ৫৬ জন

ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশনে ৯৪ জন

বয়স : ১-০১-২০২২ এ ১৮ থেকেই ২৭ বছর

বেতন : সপ্তম পে কমিশন অনুযায়ী ৪৪৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : 2020 থেকে ২০২২ সালের মধ্যে GATE পরীক্ষার স্কোর অথবা ইলেক্ট্রনিক এন্ড কমিনিকেশনে থাকতে হবে BE অথবা B Tech ডিগ্রি

আবেদন পদ্ধতি: প্রাথীরা অনালাইনে আবেদন করতে পারবেন

www.mha.gov.in

www.ncs.gov.in

আবেদন ফি : ১০০ টাকা তবে SC ST ও মহিলা প্রাথীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ : আগামী ৭ মে ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy