ভারত সরকার তাদের ইন্টেলিজেন্ট ব্যুরো তে নতুন লোক নিয়োগ করবে। এই চাকরির জন্য ভারত তথা পশ্চিম বঙ্গের সমস্ত নাগরিক আবেদন করতে পারবেন।
পদের নাম: এসিস্টেন্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার
মোট শূন্য পদের সংখ্যা : কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি ৫৬ জন
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশনে ৯৪ জন
বয়স : ১-০১-২০২২ এ ১৮ থেকেই ২৭ বছর
বেতন : সপ্তম পে কমিশন অনুযায়ী ৪৪৯০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : 2020 থেকে ২০২২ সালের মধ্যে GATE পরীক্ষার স্কোর অথবা ইলেক্ট্রনিক এন্ড কমিনিকেশনে থাকতে হবে BE অথবা B Tech ডিগ্রি
আবেদন পদ্ধতি: প্রাথীরা অনালাইনে আবেদন করতে পারবেন
www.mha.gov.in
www.ncs.gov.in
আবেদন ফি : ১০০ টাকা তবে SC ST ও মহিলা প্রাথীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ : আগামী ৭ মে ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।