
ভারতীয় ডাক বিভাগে প্রাথী নিয়োগ করার বিজ্ঞপ্তি বের হয়েছে। উক্ত পদের জন্য আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।
পদের নাম: স্টাফ কার ড্রাইভার
মোট শূন্যপদ: ১৭ টি শূন্য পদে মহিলা ও পুরুষকে নিয়োগ করা হবে। SC /ST /OBC দেড় জন্য রয়েছে আসন সংরক্ষনের বিশেষ সুবিধা।
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সাথে হালকা মোটর গাড়ি চালানোর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে মোটর মেকানিজমের জ্ঞানও থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৫৬ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অফলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৩০ জুন পর্যন্ত।
বেতন: উক্ত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা।
আরও বিশদে জানতে লগইন করুন –
https://www.indiapost.gov.in/VAS/Pages/Tenders/IP_26052022_MMS_MH_Eng.pdf