মাধ্যমিক পাশেই লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে সরকারি পোস্ট অফিসে হবে নিয়োগ। আর এই ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন ভারতের তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রাথী।
পদের নাম: পোস্টাল এজেন্ট
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ
বয়স : ১ জানুয়ারী ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৮ -৫০ বছরের মধ্যে
আবেদনপদ্ধতি : চাকরি প্রাথীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না। শুধু মাতা ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
আবেদন ফি : সম্পূর্ণ নিখরচায়
গুরুত্বপূর্ণ নথি:
মাধ্যমিকের এডমিট কার্ড
প্যান কার্ড আধার কার্ড
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুটি ছবি
শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
ইন্টারভিউয়ের স্থান ও তারিখ :
ইসলামপুর সব পোস্ট অফিস (০৪-০৫-২০২২ )
রানীগঞ্জ মুখ্য পোস্ট অফিস (০৫-০৫-২০২২)
কালীগঞ্জ সব পোস্ট অফিস (১০-০৫-২০২২)
বালুর ঘাট হেড অফিস (১১-০৫-২০২২)
ইন্টারভিউ নেওয়ার সময় :সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত