কেন্দ্রে ক্ষমতায় থেকেও কংগ্রেসকে ভয় বিজেপির! ‘ঘোড়া’ কেনাবেচার রুখতে হাতকে অনুসরণ করছে পদ্ম

আসন্ন রাজ্যসভা নির্বাচনে আসন হারানোর ভয়ে কংগ্রেস তাদের বিধায়কদের আগেই সরিয়ে নিয়েছে উদয়পুরের রিসোর্টে। অপরদিকে শান্তিতে নেই বিজেপিও তারাও তাদের বিধায়কদের প্রশিক্ষণ দেওয়ার নামে রাজ্যসভা নির্বাচনের আগে সরিয়ে নিয়ে গেছে ওপর এক রিসোর্টে । বিজেপিই এই উদ্যাগ নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস।

মূলত বিজেপির পক্ষ থেকে সমস্ত বিধায়কদের আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ অনুযায়ী দুপুরে সমস্ত বিধায়ক পৌঁছে যান রাজ্য বিজেপি অফিসে। সেখান থেকে তাদের দুটি বসে করে রিসোর্টে নিয়ে যাওয়া হয়।

এই প্রসঙ্গে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দল একটি প্রশিক্ষণ শিবির করতে চলেছে, সেই কারণে তাঁদের সরানো হয়েছে রিসর্টে। ব্যাখ্যা করে বলা হয়েছে, ওই শিবিরে বিধায়কদের রাজ্যসভা নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হবে।

কংগ্রেস আগেই তাদের বিধায়কদের সরিয়ে নিয়ে গেছে উদয়পুরের রিসোর্ট থেকে সেই রিসোর্টে শুধু কংগ্রেস বিধায়ক নয় স্থান্তর করা হয়েছে কংগ্রেস সমর্থন কারি নির্দল বিধায়কদের। তারা স্পষ্টভাবে আশংকা করছে বিজেপির নির্বাচনের আগে ঘোড়া কেনা বেচার।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy