উচ্চমাধ্যমিক: পাশের হার বেড়ে হলো ৮৮%, প্রথম হয়েছেন আদিশা দেব শর্মা

মাধ্যমিকের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রকাশিত হলো উচ্চমধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ শাগবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। এর আগে 2020 সালে পরীক্ষা শুরু হবার পর মাঝপথেই কোরোনার কারণে স্থগিতের হয়ে যায় পরীক্ষা।

এরপর করোনা আনহে ২০২১ এ হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্তীরা। পরীক্ষা শেষ হবার ৪৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ।

চলতি বছরে উচ্চমধ্যমিকে পাশের হার ৮৮ শতাংশ ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন আদিশা শর্মা তার প্রাপ্ত নম্বর ৪৯৮।

আগামী বছর উচ্চমধ্যমিক শুরু হবে ১৪ মার্চ ও শেষ হবে ২৭ মার্চ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy