YouTube-র নতুন নিয়মে বিপাকে অনেক ক্রিয়েটর, DELETE হয়ে যেতে পারে ভিডিও

ইউটিউবে ভিডিওর হেডলাইন-থাম্বনেলে দারুণ চমক অথচ ভিডিওতে কোনো তথ্যবহুল কিছু নেয় । সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিক বেট কনটেন্ট ভারত থেকে মুছে ফেলবে ইউটিউব কর্তৃপক্ষ।

সংস্থার পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের বিভ্রান্ত করার উদ্দেশে এই সব কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আগামী মাস থেকেই ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এইসব ভিডিও।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘ভারতে অনেক কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের বোকা বানানো হয় । অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনও তথ্য থাকে না।’

‘যার কারণে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা। আগামী মাস থেকেই নতুন পলিসি নিয়ে আসবে ইউটিউব। এরপর এই সব বিভ্রান্তিকর সব কনটেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে।’

ইউটিউব কর্তৃপক্ষ আরও জানান, তাদের উদ্দেশ্য ইউটিউবকে একটি ভরসাযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। যাতে ব্যবহারকারীরা এখানে কোনও ভুয়ো ও মিথ্যা তথ্য না ছড়াতে পারে সেদিকে কঠোর নজর রাখবে ইউটিউব।

কিছু কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য শুধু ভিডিওতে ক্লিক করানো ও মানুষকে বোকা বানিয়ে আয় করা। বিশেষ করে ব্রেকিং নিউজ ও ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রেই এই ঘটনা বেশি ঘটে। এক্ষেত্রে নতুন পলিসি চালু করে এই সব কনটেন্ট ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy